নান্দাইল ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এস এ রুহুল আমিন নিজস্ব প্রতিবেদক:
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল উপজেলা ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকাল ৪ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে মুফতি সাইদুর রহমান এর নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল পূর্ব সমাবেশে ইসলামী আন্দোলন নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি আবুল হাসিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ -৯ নান্দাইল আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মুফতি সাইদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আব্দুল আহাদ, মাওঃ হাফিজ উল্লাহ, মাওলানা তাবারক হোসেন, মুফতি তারিক জামিল, মাওলানা বুরহান উদ্দিন, মাওঃ নোমান আহমদ, মাওঃ রহমত উল্লাহ,ডাঃ ফরিদ উদ্দিন মোঃ মেহেদী হাসান পলাশ, মাওঃ দ্বীন ইসলাম,। বক্তারা অবিলম্বে বর্তমান সরকার কে বিচার, সংস্কার, পি আর সহ ইসলামী আন্দোলনের ৫ দফা দাবি মেনে নিয়ে গ্রহণযোগ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার জন্য আহ্বান জানান । উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীবৃন্দ।
মিছিল টি নান্দাইল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাজী বাড়ি মসজিদের সামনে এসে শেষ হয়।