ভালুকায় আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আফরোজা আক্তার জবা, ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ি স্পোর্টস একাডেমির আয়োজনে “আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ২০২৫চ্-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেলে হবিরবাড়ি ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোর্শেদ আলম। খেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও খ্যাতিমান ক্রীড়াবিদ সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম এবং যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহী হয়ে মাদক ও অন্যান্য সামাজিক অনৈতিকতা থেকে দূরে থাকার আহ্বান জানান। একইসঙ্গে তিনি প্রয়াত আরাফাত রহমান কোকোর ক্রীড়া সংগঠনে অবদান ও তরুণদের খেলায় সম্পৃক্ত করার চেষ্টাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ভালুকা পাইলট ক্লাব ও হৃদয়ে কবি নজরুল ফুটবল একাদশ, শ্রীপুর। খেলা দেখতে মাঠজুড়ে ছিল বিপুল সংখ্যক দর্শকের ভিড়। ওই খেলায় ভালুকা পাইলট ক্লাব ২-১ গোলে জয় লাভ করে।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে বিভিন্ন জেলার নামকরা ফুটবল দল অংশগ্রহণ করবে এবং খেলা চলবে আগামী ঈদ পর্যন্ত।