গফরগাঁওয়ে শালিসে যুবককে উল্টো জরিমানা, টাকা আদায়ে জবরদস্তি

মতিউর রহমান মতি গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদেশগামী রিক্রোটিং এজেন্সির কর্মীকে শালিসে উল্টো জরিমানা করে হেনস্তার অভিযোগ উঠেছে স্থানীয় অসাধু চক্রের বিরুদ্ধে।
উপজেলার নিগুয়ারী ইউনিয়নের বাসিন্দা সাদিকুল ইসলাম রতন (৪০) ঢাকার একটি বিদেশগামী রিক্রোটিং এজেন্সির কর্মী। বেশ কিছুদিন আগে উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের কয়েকজন বিদেশগামী যুবক অভিভাবকদের নিয়ে আলোচনা করে কিজিগিস্থান যাওয়ার উদ্দেশ্যে স্থানীয় এজেন্ট সাদিকুল ইসলাম রতনকে ১৪ টাকার ফয়সালা করে ৬ লাখটাকা প্রদান করে। পরবর্তী সময়ে এই তিন যুবক ও তার অভিভাবকরা টালবাহানা করে প্রবাস যাত্রা বাতিল করে। পরবর্তী সময়ে বাকি টাকা সংশ্লিষ্ট এজেন্সিকে স্থানীয় রিক্রোটিং এজেন্ট রতন ভর্তুকি দিয়ে বিষয়টি নিষ্পত্তি করে। ক্ষতিগ্রস্ত এই ব্যক্তিকে গত ৫ আগষ্টের পর থেকে এলাকার একটি চক্র শালিসে উল্টো জরিমানা করে। এঘটনা রতন পাগলা থানায় অভিযোগ দায়ের করেন।
এদিকে গত কয়েকদিন ধরে স্থানীয় চক্রটি টাকার জন্য বাড়িতে এসে চাপ প্রয়োগসহ মারধর করে টাকা আদায়ের চেষ্টা করে যাচ্ছে।