ভালুকায় রাস্তার পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

আফরোজা আক্তার জবা,ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে ভাসমান ও অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগ। সোমবার সকাল থেকে উপজেলার ভরাডোবা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় মহাসড়কের পাশের দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক। প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। সড়কের পাশে দোকানপাট থাকায় দীর্ঘদিন ধরে যানজট ও জনদুর্ভোগ তৈরি হচ্ছিল। এ সমস্যার সমাধানেই আমাদের এই উচ্ছেদ অভিযান। এ কার্যক্রম নিয়মিতভাবে চলবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, সড়ক ও জনপদ বিভাগের ময়মনসিংহ উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোফাকখারুল ইসলাম সহ কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এ সময়, থানা পুলিশ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।