এস এ রুহুল আমিন নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের নান্দাইল মডেল থানার সংলগ্ম বহুল প্রত্যাশিত পৌর পার্ক নির্মাণের কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে ইউএনও সারমিনা সাত্তার বলেন, “নান্দাইল পৌরবাসী দীর্ঘদিন ধরে একটি বিনোদন কেন্দ্রের প্রত্যাশায় ছিলেন। এ পার্ক নির্মাণ হলে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ পরিবার-পরিজন নিয়ে নির্ভেজাল আনন্দ উপভোগ করতে পারবেন। পাশাপাশি শহরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।”
এসময় নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দনি মাহমুদ, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সাংবাদিক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জ, শামছ ই তাবরিজ রায়হান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পৌর ইঞ্জিনিয়ার, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ পার্কে শিশুদের জন্য আলাদা খেলার জায়গা, বসার ব্যবস্থা, হাঁটার ট্র্যাক সহ নাগরিকদের বিনোদনের জন্য নানান আয়োজন থাকবে। স্থানীয়দের আশা, এ পার্ক নির্মাণ হলে নান্দাইলবাসীর দীর্ঘদিনের চাহিদা পূরণ হবে।