ভালুকায় ভুক্তভোগি পরিবারের সংবাদ সম্মেলন

আফরোজা আক্তার জবা,ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় ৩১ আগষ্ট রবিবার সকাল ১১ টায় নিজ মালিকানাধীন জমি জবর দখলের পায়তারার প্রতিবাদে চাপরবাড়ী গ্রামে নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করেছেন মোবারক হোসেনের ভুক্তভোগি পরিবার।
সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে মোবারক হোসেন জানান“ ভালুকা উপজেলাধীন পুরুড়া মৌজায় এস এ ৪৯০ খতিয়ানে ২.০৮ একর,৭৯ খতিয়ানে ১.৯০ একর ও ১০৬ নং খতিয়ানে ০.২৪ একর সম্পত্তি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হন। এসব খতিয়ানের অন্তর্ভূক্ত জমিগুলি কতিপয় অসাধু ব্যাক্তি জাল জালিয়াতির মাধ্যমে নতুন খতিয়ান ভূক্ত করে জবর দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে। উল্লেখিত ৩ টি খতিয়ানে কয়েক একর জমি রয়েছে যেখানে তাদের মালিকানাধীন জমি ছাড়াও খাস খতিয়ানভূক্ত জমিও রয়েছে। একটি কুচক্রি মহল জাল দলিল সৃজন করে মালিকানা ও খাস জমি জবর দখলের পায়তারায় লিপ্ত রয়েছে। এ ব্যাপারে পৈত্রিক সম্পত্তি ও সরকারী খাস জমি রক্ষায় মোঃ মোবারক বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিবাল হোসেন, মিনহাজ ও রিপন মিয়া প্রমুখ।