জ্ঞানের আলো ছড়াতে নান্দাইলে বুক কর্ণার উদ্বোধন

এস এ রুহুল আমিন, নিজস্ব প্রতিবেদক:
অপেক্ষার প্রহরকে অর্থবহ করে তুলতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে নান্দাইল উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে স্থাপিত হলো ছোট্ট একটি “বুক কর্ণার”, যা এখন সেবাপ্রার্থীদের জন্য হয়ে উঠবে জ্ঞানের ভান্ডার।
শনিবার বুক কর্ণারের উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন-“প্রতিদিন অসংখ্য মানুষ সেবা নিতে এই কার্যালয়ে আসেন। তাদের অপেক্ষার সময় যাতে শুধুই নিরস না হয়, বরং জ্ঞানের আলোয় ভরে ওঠে- সেই ভাবনা থেকেই এই বুক কর্ণার স্থাপন করা হয়েছে। বই পড়ুন, নিজেকে গড়ুন। সীমাবদ্ধতাকে অতিক্রম করুন। বইয়ের মতো বিশ্বস্ত বন্ধু আর কিছু নেই।”
উপজেলার সর্বস্তরের মানুষ এই উদ্যোগকে এক ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে দেখছেন। তারা মনে করছেন, ছোট্ট এই বুক কর্ণার একদিন বড় পরিবর্তনের সূচনা করবে। নান্দাইলবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তারকে এমন সুন্দর উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।