ভালুকায় লিটার বন্ধের দাবিতে মানববন্ধন

আফরোজা আক্তার জবা,ভালুকা প্রতিনিধি :
মাছের খাদ্য হিসেবে পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর মরা মুরগির নাড়িভুঁড়ি ও মুরগির লিটার ব্যবহারের প্রতিবাদে এবং এর ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ আগষ্ট সকালে ভালুকা উপজেলা পরিষদ সামনে ভালুকা গফরগাঁও সড়কে প্রায় ঘন্টা খানিক সময় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ভালুকার সচেতন নাগরিক সমাজ এ মানববন্ধনের আয়েজন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা যুবদলের সাধারন সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল, মওদুদ হাসান আপেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বাবু।
মানববন্ধনে বক্তারা বলেন, অজ্ঞাত কারণে অনেক ফিশারিতে মরা মুরগির নাড়িভুঁড়ি ও লিটার ব্যবহার করা হচ্ছে। এতে শুধু মাছ নয়, পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং মানুষের স্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হচ্ছে। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিয়ে এ অনৈতিক কার্যক্রম বন্ধ করার দাবি জানান তারা।
আগামী পনের দিনের মধ্যে লিটার বন্ধ না হলে উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি দিয়ে মানববন্ধন শেষ করেন।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,সাধারণ মানুষ অংশ নেন।