গফরগাঁওয়ে দখল-চাঁদাবাজির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মতিউর রহমান মতি, গফরগাঁও উপজেলা প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের দখলবাজ,ও চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।(২৪ অক্টোবর শনিবার সন্ধ্যায়)
উপজেলার শেখভিটা এলাকায় মহিমাতান বাজারে বিক্ষোভ সমাবেশ ও ঘন্টা ব্যাপী মানববন্ধন করে
স্থানীয়দের এলাকা বাসী। অভিযোগ নিগুয়ারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রধান ওরফে লালু মেম্বার ও তার ছোট ভাই আনিসুর রহমান শামীম এলকায় ত্রাস সৃষ্টি করে দখল ও চাঁদাবাজি করছে। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
এসব ঘটনায় এলাকাবাসী ক্ষো ভ জানিয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে। স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক তোফায়েল হোসেন মানিক,সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আকবর, সাবেক ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ লিটন, সহ সভাপতিসহ এলাকাবাসী অভিযোগ করে বলেন দখল, চাঁদাবাজি ও নানামুখী সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ভূক্তভোগী ও সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, লালু মেম্বার ও তার ভাই দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষকে জিম্মি করে দখলবাজি, চাঁদাবাজি ও ভয়ভীতি দেখিয়ে আসছে। তাদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না। এ অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।