এস এ রুহুল আমিন নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের নান্দাইলে গাছে ঝুলন্ত অবস্থায় লাবিব মিয়া (১৫) নামে এক স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
১৮অগাস্ট (সোমবার) সকালে মুশুল্লি ইউনিয়নের পালাহার গ্রামে বাড়ির পাশে বাঁশঝাড় থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
লাবিব স্থানীয় মুশুল্লি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং পালাহার গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
নান্দাইল থানার ওসি খন্দকার জালাল উদ্দীন মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। পরিবারের আবেদনে ময়নাতদন্ত করা হয়নি।
আত্মহত্যার কারণ জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।