গফরগাঁওয়ে দুর্ঘটনায় আহত শিক্ষার্থীকে অবহেলার অভিযোগ, পরীক্ষা কেন্দ্র নিয়ে অনিয়মের সুর

মতিউর রহমান মতি,গফরগাঁও উপজেলা প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত এক এইচএসসি পরীক্ষার্থীকে যথাযথ সহায়তা না দেয়ার অভিযোগ উঠেছে আব্দুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে।
শিক্ষার্থী ইমরুল কায়েস ৭ আগস্ট সকালে নিজের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। আহত অবস্থায় তিনি ফোনে পরিবারকে জানান যে, তার হাত ও পায়ে রক্তক্ষরণ হচ্ছে। পরিবারের সদস্যরা অবিলম্বে কলেজের অধ্যক্ষকে বিষয়টি অবগত করেন এবং শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছালে যথাযথ ব্যবস্থার জন্য অনুরোধ জানানো হয়। তবে অভিযোগ অনুযায়ী, অধ্যক্ষ তার কথামতো আচরণ না করে শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে দেখতে যাননি এবং প্রয়োজনীয় সহায়তাও প্রদান করেননি।
অভিভাবক এবং কলেজের সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান লিখিত অভিযোগে এই আচরণকে অমানবিক ও বিবেকশূন্য বলে উল্লেখ করেছেন। তারা বলেন, পরীক্ষার দিন এমন অবহেলা শিক্ষার্থীর জন্য অত্যন্ত ক্ষতিকর এবং মানবিক দৃষ্টিকোণ থেকেও অগ্রহণযোগ্য।
এদিকে, কলেজের পরীক্ষা কেন্দ্র নিয়ে অতিরিক্ত এক সমস্যা হিসেবে উঠে এসেছে অনিয়মের বিষয়। অভিযোগ আছে, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অন্য কোথাও পরীক্ষার দেওয়ার পরিবর্তে শুধুমাত্র আব্দুর রহমান ডিগ্রি কলেজেই পরীক্ষা দিচ্ছে। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে, যা স্পষ্টতই বৈষম্য, কারণ নিজ কলেজে পরীক্ষা দেওয়ার ফলে সুবিধাবাদ এবং অন্যায় সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে বলে অভিযোগ ওঠে। গত মার্চ মাসে গফরগাঁও মহিলা কলেজের প্রভাষক মুহিবুর রহমান এই বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ, জেলা প্রশাসক, ময়মনসিংহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গফরগাঁওয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন, কিন্তু অজ্ঞাত কারণে এইচ এস সি ২০২৫ সালের পরীক্ষার্থীরা নিজ কেন্দ্রেই পরীক্ষা দিচ্ছে। যা সমগ্র উপজেলা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা আশা করছেন, প্রশাসন দ্রুত ঘটনা তদন্ত করে আহত শিক্ষার্থীর প্রতি মানবিক সহায়তা নিশ্চিত করবে এবং পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত অনিয়মের বিষয়েও যথাযথ ব্যবস্থা নেবে।