সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গফরগাঁও প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

মতিউর রহমান মতি,গফরগাঁও উপজেলা প্রতিনিধি:
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার বুরো চিফ আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে গফরগাঁও প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদসহ অনুষ্ঠিত হয়। শনিবার ৯ আগস্ট দুপুরে গফরগাঁও প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গফরগাঁও প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকগণ। এ সময় বক্তব্য রাখেন গফরগাঁও প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক রোবেল মেহমুদ , যুগ্ন আহবায়ক মোফাজ্জল আনসারী, আহবায়ক কমিটির সদস্য,সাংবাদিক মতিউর রহমান মতি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য, আতাউর রহমান মিন্টু, মানসুর আহমেদ, শফিউল আলম মারুফ, কামরুজ্জামান লিটন, আজহারুল হক,
সৈয়দ আসাদুজ্জামান সোহেল,তোফাজ্জল হোসেন,রুকন উদ্দিন সুবির প্রমুখ। বক্তারা অবিলম্বে গ্রেফতারকৃত সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি ও সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তার জোর দাবি জানিয়েছেন।