ভালুকায় ফিশারিতে মুরগির নাড়িভুড়ি, ব্যবহার, মালিকে ৫০ হাজার টাকা জরিমানা

এস এ রুহুল আমিন নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের ভালুকায় মাছের খাদ্য হিসেবে মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহার করায় একটি ফিশারির মালিককে জরিমানা ও ম্যানেজারকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে ভালুকা ইউনিয়নের মেদিলা গ্রামে মজিবর মল্লিকের মালিকানাধীন মল্লিক ফিশারিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, খামারে মাছের খাবার হিসেবে নিষিদ্ধ ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহার করা হচ্ছে। এ অপরাধে মালিক মজিবর মল্লিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং খামারের ম্যানেজার শাহজাহান সরকারকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভালুকার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন এই শাস্তি দেন।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।