সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নান্দাইলে নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে নান্দাইল ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গফরগাঁওয়ে মাদকবিরোধী সংলাপ আ.লীগ নেত্রী ও কাউন্সিলর নার্গিস গ্রেপ্তার  ভালুকায় রাস্তার পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান গফরগাঁওয়ে কৃষক দলের আলোচনা  সভা অনুষ্ঠিত নান্দাইলে পৌর পার্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ইউএনও প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক চাই দাবীতে নান্দাইলে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান।। প্রাথমিক বিদ্যালয়ে সংগীতের পরিবর্তে ধর্মীয় শিক্ষকের দাবিতে ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামা’র বিক্ষোভ সমাবেশ ভালুকায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
ঘোষণাঃ
সারাদেশে জরুরি সাংবাদিক নিয়োগ চলছে

গফরগাঁও সরকারি কলেজে ২৩ বছর পর ছাত্রদলের কাউন্সিল

রিপোর্টার নাম / ২৭ পোস্ট কাউন্ট
আপডেট শনিবার, ১৯ জুলাই, ২০২৫

মতিউর রহমান মতি,গফরগাঁও উপজেলাপ্রতিনিধি:
দীর্ঘ ২৩ বছর পর গফরগাঁও সরকারি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বহুল প্রতীক্ষিত কাউন্সিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই ২০২৫) দুপুর ২টা থেকে কলেজ অডিটোরিয়ামে শুরু হওয়া এই আয়োজন ঘিরে কলেজ ক্যাম্পাসে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

এই কাউন্সিলে গফরগাঁও সরকারি কলেজ শাখার ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনের জন্য সরাসরি ভোট গ্রহণ শুরু হয় দুপুর ২টায়, যাতে কয়েক শতাধিক ছাত্রদল কর্মী ও শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শিক্ষার্থীরা নির্ভয়ে, নিরপেক্ষ পরিবেশে ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পান। কলেজ ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় গফরগাঁও থানা পুলিশ মোতায়েন ছিল, যারা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে ভোটারদের আস্থা অর্জন করে।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানবি) ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মো. আল-আমিন।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলার টিম প্রধান মো. শাকির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিসালাত হোসেন সজিব।

এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. আজিজুল হাকিম আজিজ এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেনএবং জাতীয়তাবাদী ছাত্রদল গফরগ উপজেলা শাখার আহবায়ক মুক্তার হোসেন।

নেতৃবৃন্দ বলেন, “২৩ বছর পর অনুষ্ঠিত এই কাউন্সিল ছাত্রদলের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন নেতৃত্ব নির্বাচন করছে, যা ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর বিভাগ পাঠ্য
এক ক্লিকে বিভাগের খবর