গফরগাঁওয়ে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে ১০ হাজার প্রান্তিক মানুষের মাঝে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ

মতিউর রহমান মতি,গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১০ হাজার প্রান্তিক মানুষের জন্য চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার পাগলা থানার পাইথল ইউনিয়নের গয়েশপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা দিন ব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন । বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ( পিজির) ২৫ জন ও
ঢাকা ও হাসপাতালের আরও ২৫ জন খ্যাতিমান চিকিৎসক তৃণমূলের দরিদ্র জনগোষ্ঠীর নারী,পুরুষের জন্য এই চিকিৎসা সেবা দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) এর প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে (৩১ মে শনিবার) গফরগাঁও উপজেলার পাগলা থানার পাইথল ইউনিয়নের গয়েশপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা হাজারো নারী পুরুষ এই সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সাবেকচেয়ারম্যান শেখ মো. ইসহাক, সাবেক যুগ্ন আহবায়ক সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ শেখ, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আজহারুল হক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ সাদেক, বিএনপি নেতা বসির মণ্ডল, স্বেচ্ছাসেবক দল নেতা মাহফুজুর রহমান, যুবদল নেতা সোহানুর রহমান শাহীন, জেলা ছাত্র নেতা রকিব মন্ডল, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম, জাকির হোসেন, অমিত সরকার প্রমুখ।