১৪ দফা দাবিতে গৌরীপুরে সাংবাদিকদের কলম বিরতি কর্মসূচি পালিত

প্রতিদিনের খবর নিউজ ডেস্ক:
সাংবাদিক সুরক্ষা আইনসহ ১৪দফা দাবিতে গৌরীপুরে সাংবাদিকদের কলম বিরতি কর্মসূচি পালিত
সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিকদের তালিকা প্রণয়ন, চাকুরিবিধি ও নীতিমালা প্রণয়ন, চাকুরি নিশ্চয়তা-বেতন-ভাতাপ্রদানসহ ১৪দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২০ মে/২৫) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ জোড়া আমতলা চত্বরে কলম বিরতি কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা শাখা সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক হলি সিয়াম শ্রাবণ (দ্যা মনিং গ্লোরী)।
এ কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষণা করে ১৪দফা দাবির পক্ষে সমর্থন জানিয়ে বক্তব্য গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল সরকার (যাযাদি), গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, গৌরীপুর রির্পোটার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের আহ্বায়ক হুমায়ুন কবীর সুমন, সদস্য সচিব মোখলেছুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন গৌরীপুর বিএমএসএফের সহসভাপতি মো. আব্দুল কাদির (বিডি ২৪ লাইভ), প্রাবন্ধিক সেলিম আল রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান (আজকালের খবর), সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু (গৌরীপুর নিউজ), অর্থ সম্পাদক শামীম আলভী (মানবজমিন), কার্য্যনির্বাহী সদস্য শ্যামল ঘোষ (আজকের সংবাদ), কামরুল হাসান লিটন (বাংলার দূত), শামীম আনোয়ার (ফুলতারা), মোখলেছুর রহমান (সংগ্রাম), হিজবুল বাহার হৃদয় (গৌরীপুর মিরর)। এ কর্মসূচীতে অংশ নেন কালের কন্ঠের জেলা প্রতিনিধি আলম ফরাজী, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি হুমায়ুন কবীর, গৌরীপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব (কালবেলা), কোষাধ্যক্ষ শামীম খান, ওবায়দুর রহমান (ঢাকা প্রতিদিন), আরিফ আহমেদ (আজকের পত্রিকা) প্রমুখ।