নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৬ জন গ্রেফতার

ইমন রহমান, নেত্রকোনা প্রতিনিধি: গতকাল সকাল অনুমান ০৬:২০ ঘটিকার সময় নেত্রকোনা পৌরসভাধীন বড় মসজিদ রোড হতে নিষিদ্ধ ঘোষিত নেত্রকোণা জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কৌশিক রায় এবং সুচন মিয়াদ্বয়ের নেতৃত্ত্বে ১৫/২০ জন সদস্য একটি ঝটিকা মিছিল বের করে তেরী বাজার প্রধান সড়ক হয়ে শহীদ মিনারের দিকে যাওয়ার সময় নেত্রকোণা সদর থানার টহল পুলিশ সংবাদ পেয়ে তৎক্ষণাত ঘটনাস্থলে পৌছালে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করে মিছিলে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী-১। চিন্ময় সরকার(২৭), (নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি), ২। সন্দীপ সরকার(২৫) (নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-ক্রীড়া সম্পাদক), ৩। জয় সাহা(২৫) (নেত্রকোণা পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক), ৪। সিন্ধ বণিক বিশাল (২৫), (নেত্রকোনা জেলা ছাত্রলীগের সদস্য), ৫। রাহুল রায়(২৪) (নেত্রকোণা পৌর ছাত্রলীগের সদস্য), ৬। লোকমান হোসেন (২৮) (নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য), থানা ও জেলা-নেত্রকোণাদের গ্রেফতার করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের সদস্য হয়েও বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র তথা নৈরাজ্য সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে জনসাধারণকে আতংকিত করার লক্ষে মিছিল করার কারণে উক্ত আসামীসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।