মতিউর রহমান মতি, গফরগাঁও (ময়মনসিংহ) ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানার বেলাব গ্রামের বিএনপি নেতা ও সাবেক মেম্বার ইদ্রিস মিয়ার ছোট ভাই সবুজ মিয়ার বাড়িতে দরজার নাট খুলে চেতনাশক ঔষধ স্পে করে পরিবারের সবাইকে অচেতন করে দরজা খুলে ঘরের ভিতরে ঢুকে চুরির ঘটনা ঘটেছে। ২৫ ডিসেম্বর ( বুধবার) মধ্যরাতে এই ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা সঙ্গবদ্ধ একটি চক্র কৌশলে এই ঘটনা ঘটিয়েছে। সবুজ মিঁয়া জানান প্রতিদিন তার মাসুম বাচ্চা রাতে ৩-৪ বার খাবারের জন্য কান্নাকাটি করে কিন্তু ঐদিন তার মাসুম বাচ্চাও কান্নাকাটি করে নাই। এই ঘটনায় স্বর্ণ অলংকার ও নগদ টাকা সহ প্রায় ছয় লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় এই চক্র। এই বিষয়ে পাগলা থানায় অভিযোগ দায়ের করিলে অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরক্ত পুলিশ সুপার সার্কেল গফরগাঁও আফরোজা নাজনীন, ও পাগলা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম। ওসি ফেরদৌস আলম বলেন অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি সার্বিকভাবে চোর চক্রের সদস্যদের কে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে। এলাকাবাসী জানান ৫ আগস্ট এর পর থেকে একটি চক্র এই এলাকায় বিভিন্নভাবে চাঁদাবাজি চুরি এবং লুটপাট মাদক ব্যবসা করে যাচ্ছে। এদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে নারাজ বিষয়টি প্রশাসন গুরুত্ব সহকারে দেখার দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।