সাংবাদিকের উপর সন্ত্রাসীর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

ইমন রহমান, নেত্রকোনা প্রতিনিধি: বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবে সদস্যসচিব ও বাংলাভিশন টিভি’র প্রতিনিধি এম কিবরিয়া চৌধুরী হেলিম, এনটিভি’র নিজস্ব প্রতিবেদক ভজন দাস, চ্যানেল আই এর প্রতিনিধি জাহিদ হাসান, এশিয়ান টিভির প্রতিনিধি মনির হোসেন, দৈনিক পরিবারের জেলা প্রতিনিধি ইমন রহমান, সাংবাদিক আলিফ ফকির ও ভুক্তভোগী শফিকুল ইসলাম কুদ্দুসের ছেলে ইমরান হাসান কাওছার প্রমুখ।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর বিকেলে নেত্রকোনার কেন্দুয়ায় ছিলিমপুর রাস্তার মোড়ে বালুর ছবি ও ভিডিও ধারণ করার সময় দৈনিক ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম কদ্দুসের উপর বর্বরোচিত হামলা দুস্কৃতিকারী ও সন্ত্রাসীরা। এতে গণমাধ্যম কর্মী শফিকুল ইসলাম কুদ্দুস গুরুতর আহত হন। তার শরীরের দুটি হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা আশঙ্কজনক বলে জানায় ভুক্তভোগীর ছেলে ইমরান হাসান কাওছার।