সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নান্দাইলে নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে নান্দাইল ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গফরগাঁওয়ে মাদকবিরোধী সংলাপ আ.লীগ নেত্রী ও কাউন্সিলর নার্গিস গ্রেপ্তার  ভালুকায় রাস্তার পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান গফরগাঁওয়ে কৃষক দলের আলোচনা  সভা অনুষ্ঠিত নান্দাইলে পৌর পার্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ইউএনও প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক চাই দাবীতে নান্দাইলে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান।। প্রাথমিক বিদ্যালয়ে সংগীতের পরিবর্তে ধর্মীয় শিক্ষকের দাবিতে ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামা’র বিক্ষোভ সমাবেশ ভালুকায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
ঘোষণাঃ
সারাদেশে জরুরি সাংবাদিক নিয়োগ চলছে

কিভাবে ক্ষমা পেতে পারেন ভুয়া মুক্তিযোদ্ধারা, জানালেন উপদেষ্টা

রিপোর্টার নাম / ৬৮ পোস্ট কাউন্ট
আপডেট বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

প্রতিদিনের খবর নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, মুক্তিযুদ্ধ না করেও যারা মুক্তিযোদ্ধা সনদ নিয়েছে, তারা সনদ বাতিলের আবেদন করে তালিকা থেকে নিজেদের সরিয়ে নিলে সাধারণ ক্ষমা পাবে। অন্যথায় প্রতারণার দায়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, বহু অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধা না হয়েও তারা মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছে, গেজেটভুক্ত হয়েছে এবং সুবিধা গ্রহণ করছে। আমার দৃষ্টিতে, এটা জাতির সঙ্গে একটা প্রতারণা। এটা ছোটখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ।

মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই–বাছাই করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, আমরা একটা ইনডেমনিটিও হয়তো দেব। যারা অমুক্তিযোদ্ধা এভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসেছে, তারা যাতে স্বেচ্ছায় এখান (মুক্তিযোদ্ধার তালিকা) থেকে চলে যায়। যদি যায়, তারা হয়তো তখন সাধারণ ক্ষমাও পেতে পারে। আর যদি সেটা না হয়, আমরা যেটা বলেছি—প্রতারণার দায়ে তাদের অভিযুক্ত করব।

ফারুক-ই-আজম বলেন, আমরা চাই না, যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তাদের মর্যাদা ক্ষুণ্ন হোক। সেটা অক্ষুণ্ন রেখেই বাকি কাজটা সম্পন্ন করতে হবে। এটাই হচ্ছে আমাদের জন্য দুরূহ কাজ। প্রচেষ্টা রাখছি, আশা করছি এ ক্ষেত্রেও সফলতা আসবে।

অন্তর্বর্তী সরকার নতুন করে মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা করবে না জানিয়ে উপদেষ্টা বলেন, যে তালিকা আছে সেটিকে যাচাই-বাছাই করার জন্য ডেটাবেইস তৈরির কাজ চলছে। ডেটাবেইস তৈরি করার পরে আমরা শ্রেণিবিন্যাস করব। ব্যাপকভাবে যারা রণাঙ্গনের যুদ্ধ করেছেন তাদের প্রবল আপত্তি আছে, সবাইকে মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করার ক্ষেত্রে। এ জন্য মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা, সেটাতেও পরিবর্তন আনা দরকার। এ জন্য আইন সংশোধনের দরকার আছে। উপদেষ্টা পরিষদে বিষয়টি উত্থাপন হবে, তাঁরা যেটা সিদ্ধান্ত দিয়ে নির্ণয় করবেন—সেই অনুসারে আমরা শ্রেণিবিন্যাস করতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর বিভাগ পাঠ্য
এক ক্লিকে বিভাগের খবর